ছবি থেকে সরাসরি লেখা কপি করুন

আশা করি সকলেই ভালো আছেন, তো আজ আমি অনেক দিন পর আপনাদের সামনে।

তো আজকের টপিক হলো কিভাবে ক্যামরা অথবা ছবি থেকে টেক্সট কপি করতে হয়। তো চলুন শুরু করা যাক।

আমরা সর্বদাই প্রয়োজনীয় ইনফরমেশন এবং ডাটাগুলো স্কিনশট করে রাখি। আবার কোনগুলো স্কিনশট এ এমন সব কন্টেন্ট থাকে যেগুলো দেখে লেখা সত্যিই কষ্টসাধ্য। আর আমরা যদি কোনো বই এর লেখা ডিজিটালাইজ করতে চাই তাহলে? আপনি তো আর কোনো বই এর অনেক বড় বড় কন্টেন্ট আপনার মোবাইলে লিখতে চাইবেন না। তাহলে আমরা যদি ইমেজ থেকে টেক্সট কপি করতে পারতাম তাহলে কেমন হতো?

অনেক ভালো তাই না, আমরা স্কিনশট থেকেও টেক্সট কপি করতে পারতাম আবার আমরা বইএর কোনো পেজের ছবি তুলেও সেটা থেকে টেক্সট কপি করতে পারতাম। তো বন্ধুরা আজ আমি আপনাদের এটাই দেখাব যে কিভাবে কোনো বই অথবা ইমেজ থেকে টেক্সট কপি করবেন।

তাহলে শুরু করা যাক>>>

তো প্রথমেই প্লেস্টোর এ গিয়ে Google Lens অ্যাপটি ইনস্টল করুন। অথবা সরাসরি ইনস্টল করার জন্য নিচে Download বাটমে ক্লিক করুন।

এবার এ্যাপটি চালু করুন।

এবার লেখাটার উপর ক্যামরা ধরে রাখুন এবং নিচে সার্চ আইকনে ক্লিক করুন। তারপর আপনি যে লেখাগুলো কপি করতে চান তা সিলেক্ট করুন। নিচে কপি বাটম আছে সেখানে ক্লিক করে ব্যাস কপি করে নিন। ধন্যবাদ

পোস্টটি ভাল লাগলে কমেন্ট করবেন। তবে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।

close

Post a Comment

0 Comments