ঘরে বসে কিভাবে অনলাইনে জিডি করবেন (বিস্তারিত) ভিড়িও সহ

আস্সালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি চমৎকার পোস্ট নিয়ে হাজির হয়েছি। তা হল সাধারণত আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে জীবনে বাধা সম্মুখীন হয়ে থাকি। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে চলা-ফেরা করতে  হয় এর জন্য আমাদের দরকার নিরাপত্তা, আমাদের জীবনের নিরাপত্তার জন্য প্রয়োজন প্রসাশন মহোদয়। তাই জীবনের ঝুঁকি কমানে প্রয়োজনে প্রসাশনের কাছে সাধারণ ডায়রি করে রাখা। এবার চলুন তাহলে তা কিভাবে ঘরে বসে করে নিবেন।

প্রথম ধাপ:

প্রথমে একটি কথা বলে রাখি। অনলাইনে শুধুমাত্র হারানো, নিখোঁজ হওয়া বা কোনো কিছু খুঁজে পাওয়া বিষয়ক জিডি করা যাবে অনলাইনে।

প্রথম এই ঠিকানায় ক্লিক করুন http://gd.police.gov.bd/index


আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। স্মার্ট কার্ডের জন্য ১০ সংখ্যার নম্বর ও পুরাতন জাতীয় পরিচয়পত্রের জন্য ১৭ সংখ্যার নম্বর ব্যবহার করতে হবে। ১৪ ডিজিটের এনআইডির ক্ষেত্রে অবশ্যয় প্রথমে জন্মসাল যোগ করতে হবে। 


সবকিছু ঠিকমত প্রদান করলে প্রদানকৃত মোবাইল নম্বরে এসএসএমের মাধ্যমে একটি কোড আসবে, সেটি প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। কোডটিকে পরবর্তী পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে ইউজার নাম হবে মোবাইল  নম্বর। চাইলে পাসওয়ার্ডটি পরবর্তীতে পরিবর্তন করে নেয়া যাবে।

দিত্বীয় ধাপ:


এই ধাপে জিডি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। শুরুতে নিজের জন্য নাকি অন্যের জন্য জিডি আবেদন করছেন তা নির্বাচন করতে হবে। এরপর জিডির ধরন (হারানো,নিখোঁজ বা পাওয়া) নির্বাচন করতে হবে। কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করতে হবে।

তিত্বীয় ধাপ:


এখন ১ম ও ২য় ধাপে প্রদানকৃত তথ্য ও আইডি কার্ড ব্যবহার করে সার্ভার থেকে প্রাপ্ত তথ্য ( নাম, ঠিকানা, ছবি ইত্যাদি) প্রদর্শিত হবে। প্রয়োজনে বর্তমান ঠিকানা সম্পাদনা করা যাবে। এরপর ঘটনার স্থান ও ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে হবে। মন চাইলে কোন ঘটনার কোন ডকুমেন্টস যুক্ত করতে পারবেন। এরপর ইমেইল আইডি প্রদান করে ও স্বাক্ষর আপ্লোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে। পোস্টটি ভাল লাগলে ভাল লাগলে শেয়ার করবেন। আর না বুঝলে কমেন্ট করে জানাবেন।  

close

Post a Comment

0 Comments