পাসপোর্ট ফি সংক্রান্ত জেনে নিন

ই-পাসপোর্ট পেমেন্ট:-

ই-পাসপোর্ট ফি নিম্নোক্ত উপায়ে প্রদান করা যাবেঃ 

১। অনলাইনঃ (অনিবার্য কারণবশত বর্তমানে অনলাইন পেমেন্ট সেবাটি বন্ধ রয়েছে।)

২। অফলাইনঃএ-চালানের মাধ্যমে দেশের সকল সরকারি অথবা বেসরকারি ব্যাংক থেকে পরিশোধ করা যবে। 

বি:দ্র:

নিয়মিত বিতরণ: বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে ১৫ কর্মদিবস /২১ দিনের মধ্যে।  

জরুরী বিতরণ: বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে ৭ কর্মদিবস / ১০ দিনের মধ্যে। 

অতীব জরুরী বিতরণ: বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে ২ কর্মদিবসের মধ্যে। 

সরকারি চাকরিজীবি যাদের এনওসি(NOC) /অবসর সনদ (PRL) রয়েছে তারা নিয়মিত ফি জমা দেওয়া সাপেক্ষে জরুরী সুবিধা পাবেন।


বাংলাদেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে (১৫% ভ্যাট সহ):

 

৪৮ পৃষ্ঠা(সাময়িকভাবে বন্ধ আছে) এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

নিয়মিত বিতরণ: ৪,০২৫ টাকা

জরুরী বিতরণ: ৬,৩২৫ টাকা 

অতীব জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা 


৪৮ পৃষ্ঠা(সাময়িকভাবে বন্ধ আছে) এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

নিয়মিত বিতরণ: ৫,৭৫০ টাকা

জরুরী বিতরণ: ৮,০৫০ টাকা

অতীব জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা


৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

নিয়মিত বিতরণ: ৬,৩২৫ টাকা

জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা

অতীব জরুরী বিতরণ: ১২,০৭৫ টাকা


৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

নিয়মিত বিতরণ: ৮,০৫০ টাকা

জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা

অতীব জরুরী বিতরণ: ১৩,৮০০ টাকা


বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে (সাধারণ আবেদনকারী) :

 

৪৮ পৃষ্ঠা(সাময়িকভাবে বন্ধ আছে) এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

নিয়মিত বিতরণ: ১০০ মার্কিন ডলার

জরুরী বিতরণ: ১৫০  মার্কিন ডলার 


৪৮ পৃষ্ঠা(সাময়িকভাবে বন্ধ আছে) এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

নিয়মিত বিতরণ: ১২৫ মার্কিন ডলার

জরুরী বিতরণ: ১৭৫ মার্কিন ডলার


৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

নিয়মিত বিতরণ: ১৫০ মার্কিন ডলার

জরুরী বিতরণ: ২০০ মার্কিন ডলার


৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

নিয়মিত বিতরণ: ১৭৫ মার্কিন ডলার

জরুরী বিতরণ: ২২৫ মার্কিন ডলার

 

বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে (শ্রমিক ও ছাত্র) :

 

৪৮ পৃষ্ঠা(সাময়িকভাবে বন্ধ আছে) এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

নিয়মিত বিতরণ: ৩০ মার্কিন ডলার

জরুরী বিতরণ: ৪৫  মার্কিন ডলার 


৪৮ পৃষ্ঠা(সাময়িকভাবে বন্ধ আছে) এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

নিয়মিত বিতরণ: ৫০ মার্কিন ডলার

জরুরী বিতরণ: ৭৫ মার্কিন ডলার


৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

নিয়মিত বিতরণ: ১৫০ মার্কিন ডলার

জরুরী বিতরণ: ২০০ মার্কিন ডলার


৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

নিয়মিত বিতরণ: ১৭৫ মার্কিন ডলার

জরুরী বিতরণ: ২২৫ মার্কিন ডলার

আরো বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.epassport.gov.bd/instructions/passport-fees


close

Post a Comment

1 Comments

  1. ভাই, বর্তমান ১০ বছর মেয়াদী ৬৪ পাতা আবেদন করা যাবে কিনা। একটু জানাবেন

    ReplyDelete

আপনার কোন অভিয়োগ/মতামত থাকলে, নিচে কমেন্ট বক্সে লিখুন । ধন্যবাদ