আস্সালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। ইতোমধ্যেই আপনারা জেনে গেছেন BTCL অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লিমিটেড থেকে একটি আইপি কলিং এপ চালু করা হয়েছে যার মাধ্যমে আপনারা মাত্র ৩০ পয়সা / মিনিট দেশের সকল মোবাইল ফোন নাম্বার ও ল্যান্ড ফোন নাম্বারে কথা বলতে পারবেন।
★ ২৬ তারিখ থেকে এই এপের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে।
এই App এর কিছু উল্লেখযোগ্য সুবিধাঃ
আমার কাছে সবথেকে ভাল যে ফিচার টা মনে হয়েছে সেটি হচ্ছে কল ফরওয়ার্ডিং সিস্টেম। ধরুন আপনি এখন অফলাইনে আছেন৷ সেক্ষেত্রে আপনি ইনকামিং কলগুলো চাইলে আপনার gsm নেটওয়ার্কের আওতাভুক্ত মোবাইল নাম্বারে নিতে পারবেন। সোজা কথায় অফলাইন নাম্বার থেকেই কল রিসিভ করতে পারবেন।
কল রেকর্ডিং সুবিধা যা সাধারণ অন্যান্য আইপি কলিং অ্যাপগুলোতে নেই।
কল করার জন্যে একটা আলাপ নাম্বার পাবেন যা শুরু হবে 09696 দিয়ে এবং বাকী ডিজিটগুলো যথাসম্ভব আপনার মোবাইল নাম্বারের সাথে মিল রেখে আপনাকে দেওয়া হবে। [যেমন:- 09696146461---------------09696 এইটা হচ্ছে এ্যাপ্স এর নাম্বার আর 146461 এটা হচ্ছে আমার মোবাইল নাম্বারের শেষ ছয়টি]
প্রথমেই নিচের লিংকে ক্লিক করুন।
(রেফার লিংক থেকে ডাউনলোড করলে ১৫ মিনিট ফ্রি পাবেন)।
Alaap (Refer Link)
লিংকে ক্লিক করার পর প্লেস্টোর থেকে app টি ইন্সটল করে ওপেন করুন।
এবার যে নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিন। আগে থেকেই বাম দিকে যেহেতু +880 দেওয়া আছে তাই আপনার নাম্বারটি 1 থেকে শুরু করে বাকীটা বসিয়ে দিন এবং কন্টিনিউ এ ক্লিক করুন।
নিচের মতো পপ আপ আসলে এলাউ করে দিন তাহলে পিনকোডটি অটোমেটিক্যালি বসে পরের ধাপে যাবে।
এবার শুরু ভেরিফিকেশনের পালা।ভেরিফিকেশনের জন্যে তিনটি ধাপ অতিক্রম করতে হবে।যা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন। নেক্সটে ক্লিক করুন।
এবার শুরু ভেরিফিকেশনের পালা।ভেরিফিকেশনের জন্যে তিনটি ধাপ অতিক্রম করতে হবে।যা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন। নেক্সটে ক্লিক করুন।
এবার NID card এর ফ্রন্ট পেজের স্পষ্ট ছবি তুলুন।যেন প্রত্যেকটি লিখা পরিষ্কারভাবে বোঝা যায়।
সঠিকভাবে তোলা হলে সাবমিট করুন। অন্যথায় রিটেকে ক্লিক করে পুনরায় ছবি তুলুন।
অনুরুপভাবে ব্যাক পেজের ছবি আপলোড করুন।
ফ্রন্ট ও ব্যাক পেজের ছবি সঠিকভাবে আপলোড করা হলে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর ছবিগুলো সঠিকভাবে আপলোড করা হলে আপনি আপনার NID information দেখতে পাবেন। এবার নেক্সটে ক্লিক করুন।
এবার আপনাকে আপনার সেল্ফি আপলোড করতে হবে।পরিবারের অন্য কারও NID Card ইউজ করে থাকলে ওনার সেলফি আপলোড করতে হবে।
সেলফি ভাল না হলে টেনশন নিয়েন না।এটা শুধু ভেরিফিকেশনের কাজেই ব্যবহৃত হবে। Alaap app profile photo তে আপনি গ্যালারি থেকে ছবি আপলোড করতে পারবেন।
সেলফি আপলোড করা হলে নেক্সটে ক্লিক করুন।এবার আপনার NID information গুলো চেক করা হবে তাই কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
সবকিছু সঠিকভাবে প্রোভাইড করা হলে ভ্যালিডেশন সফল হবে।
এবার app initialization এর জন্যে আরও কিছু সেকেন্ড অপেক্ষা করুন।
এবার নিচের স্ক্রিনশট এর মতো ইন্টারফেস আসলে lock screen Notification enable করুন।
বাস! কাজ শেষ। আসুন এবার দেখি একাউন্ট ভেরিফিকেশন সফল হলো কিনা। চেক করতে চিহ্নিত জায়গায় ক্লিক করুন।
এবার My Account এ ক্লিক করুন।
নিচের চিহ্নিত জায়গায় দেখুন। Nid Verification approved দেখাচ্ছে।অর্থাৎ আপনার একাউন্টটি সফলভাবে কাজ সম্পন্ন হয়েছে। আর আলাপ নাম্বার টি ও আপনি এখানে দেখতে পাবেন। আলাপ নাম্বারটির ক্ষেত্রে মজার ব্যাপার যেটি খেয়াল করলাম সেটি হচ্ছে 09696 এর পর বাকী ডিজিটগুলো আমার নাম্বারের শেষ ডিজিট দেওয়া হয়েছে। প্রযোজ্য থাকলে আপনাকেও আপনার নাম্বারের সাথে মিল রেখে আলাপ নাম্বার দেওয়া হবে।
না বুঝলে ভিড়িও দেখুন
ভাল লাগলে শেয়ার করবেন। আর না বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ
0 Comments
আপনার কোন অভিয়োগ/মতামত থাকলে, নিচে কমেন্ট বক্সে লিখুন । ধন্যবাদ