আস্সালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছি, তা হল কি ভাবে আপনি নিজেই আপনার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবেন।
তবে শুরুতে বলে দিচ্ছি আবেদন করার আগেই আপনাকে ফি পরিশোধ করতে হবে। তো এবার কথা না বাড়িয়ে মূল কাজে যাই।
তবে শুরুতে বলে দিচ্ছি আবেদন করার আগেই আপনাকে ফি পরিশোধ করতে হবে। তো এবার কথা না বাড়িয়ে মূল কাজে যাই।
প্রথম ধাপ
প্রথমে আপনাকে আপনার টেলিটক মো্বাইল থেকে ফি টা পরিশোধ করতে হবে।
ফি টা পরিশোধ করার নিয়ম আপনাদের দেখিয়ে দিচ্ছি।
১) যে কোনো একটা টেলিটক সিমে 160 টাকা রিচার্জ করুন।
২) এবার Message (Option)-এ গিয়ে লিখেন
CAD space WEB space First 3 Letter of Board Name space Roll No space Passing Year সেন্ড করুন।
[ যেমনঃ CAD WEB DHA 641322 2019 লিখে সেন্ড করুন 16222 নম্বরে ]
তার পর একটি মেসেজ আসবে, সেখানে আপনাকে একটি পিন নম্বর দেয়া হবে।
৩) তার পর Message (Option)-এ গিয়ে লিখেন CAD space YES space PIN No space Student’s Mobile No
[ যেমনঃ CAD YES 123456789 01797XXXXXX লিখে আবার সেন্ড করুন 16222 নম্বরে ]
ফিরতি মেসেজে আপনাকে Congrats মেসেজে দেওয়া হবে যে, আপনার ফি পরিশোধ হয়েছে এবং আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেয়া হবে।
এবার আপনি অনলাইনে আপনার আবেদন ফরম পূরন করার জন্য প্রস্তুত।
অনেক সময় Congrats মেসেজ টি আস্তে একটু সময় লাগতে পারে তবে ভয় পাবার কিছু নেই। অনেক সময় আস্তে ১ দিন লাগে যদি Server এর কোনো সমস্যা যদি না থাকে তা হলে 5 থেকে 30 মিনিট এর মধ্যে পেয়ে যাবেন বা তারো আগে পেতে পারেন।
দিত্বীয় ধাপ
এবার অনলাইনে ফরম পূরণ করার পালা
এবার আপনার এসএসসির রোল নং, আপনার এসএসসির বোর্ড, পাশের সন, রেজিষ্ট্রেশন নম্বর তার পর verification code টা বসে দিয়ে Next বাটনে ক্লিক করুন
এবার এসএমএসে দেয়া, আপনার 1 এ আপনার (Student’s Mobile No) দিয়ে দেন তার পর আবার একই নাম্বার 2 এ দিয়ে দিন। 3নং চিহ্নে আপনার যদি কোন প্রকার কোটা থাকে তাহলে কোটা অনুযায়ী ঠিক মার্ক দিয়ে দিন। তার পর Next ক্লিক করুন।
এবার চলে এলো কলেজ বাছাই করার ফরম।
সর্বনিম্ন ৫টি কলেজ ও সর্বোচ্চ ১০ টি কলেজ বাছাই করতে হবে।
[ বিশেষ কথা: আপনি বোর্ড় নির্বাচন করার আগে আপনি নিজে নিজে খেয়াল করুন। আপনার সবচেয়ে কোন কলেজ এ পড়ার জন্য বেশি আগ্রহ আছে। সেটি আগে সিলেক্ট করুন। এর পরে সেটাতে না আসলে আর কোন কলেজ এ পড়তে আগ্রহ আছে সেটি সিলেক্ট করুন। এভাবে পর্যায় ক্রমে বাচাই করুন। ----কারণ: বোর্ড় সব-সময় চাই প্রথম চয়েজ এ আপনাকে ভর্তি করাতে আর সেটাতে আপনার GPA কম থাকার কারণে না আসলে পরেরটাতে দিতে। ]
১। আপনি যে কলেজে পড়তে চান সে কলেজের বোর্ড সিলেক্ট করুন
[ বিশেষ কথা: আপনি বোর্ড় নির্বাচন করার আগে আপনি নিজে নিজে খেয়াল করুন। আপনার সবচেয়ে কোন কলেজ এ পড়ার জন্য বেশি আগ্রহ আছে। সেটি আগে সিলেক্ট করুন। এর পরে সেটাতে না আসলে আর কোন কলেজ এ পড়তে আগ্রহ আছে সেটি সিলেক্ট করুন। এভাবে পর্যায় ক্রমে বাচাই করুন। ----কারণ: বোর্ড় সব-সময় চাই প্রথম চয়েজ এ আপনাকে ভর্তি করাতে আর সেটাতে আপনার GPA কম থাকার কারণে না আসলে পরেরটাতে দিতে। ]
১। আপনি যে কলেজে পড়তে চান সে কলেজের বোর্ড সিলেক্ট করুন
২। জেলা বাছাই করুন
৩। থানা বাছাই করুন
৪। এবার, আপনার পছন্দের কলেজটি বাছাই করুন।
৫। শিফট চয়েস করুন
৬। বাংলা বা ইংরেজি ভার্সন বাছাই করুন
৭। যে গ্রপে পড়তে চান।
৮। যদি আপনার কোন কোটা থাকে
(মুক্তিযোদ্ধা/শিক্ষা/প্রবাসী)
৯। গর্ভনিং বডি কোটা (যদি থাকে)
এবার Add This College বাটনে ক্লিক করে কলেজটি পছন্দ তালিকায় যুক্ত করুন। আপনি একটি কলেজকে তিনটি গ্রপে (ব্যবসায়/মানবিক/বিজ্ঞান) যুক্ত করতে পারবেন।
আপনার পছন্দের কলেজ যুক্ত করা হলে Preview Application বাটনে ক্লিক করুন।যদি ভুল হয় তাহলে Continue To Edit এ ক্লিক করে পূণরায় সুদ্ধ করে নিতে পারবেন। তার পর SUBMIT APPLICATION বাটনে ক্লিক করুন।
তার পর Print Version বাটনে ক্লিক করে আবেদনটি প্রিন্ট করে রাখুন।
ধন্যবাদ সবাইকে এতক্ষন কষ্ট করে এই পোস্টটি দেখার জন্য, আশা করি সবার উপকারে আসবে। তবে কোন কিছু না বুঝলে Comment করতে ভুলবেন না। আর ভাল লাগলে শেয়ার করবেন। সেই সাথে পোস্টটি কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন।
ধন্যবাদ সবাইকে এতক্ষন কষ্ট করে এই পোস্টটি দেখার জন্য, আশা করি সবার উপকারে আসবে। তবে কোন কিছু না বুঝলে Comment করতে ভুলবেন না। আর ভাল লাগলে শেয়ার করবেন। সেই সাথে পোস্টটি কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন।
0 Comments
আপনার কোন অভিয়োগ/মতামত থাকলে, নিচে কমেন্ট বক্সে লিখুন । ধন্যবাদ