আপনার কম্পিউটার চালু করার সাথে সাথে Screen Keyboard চালু হয়। তাহলে কি ভাবে বন্ধ করবেন।

হাই বন্ধুরা, যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য একটা খুবই বিরক্তকর জিনিষ।
যার কারণে কম্পিউটার চালু হতে সময় নেই। এবং চালু হওয়ার পর কিছুক্ষণ হ্যাঙ্গ হয়ে থাকে। ফলে আমাদের বিভিন্ন সমস্যাই সম্মুখিন হতে হয়। এবং কি কম্পিউটার Restart নেই।



তাহলে আজ দেখাবো কি ভাবে এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পাবেন। তাহলে শুরু করা যাক:-
1.প্রথমে Start Menu তে ক্লিক করে ডান-পাশে Control Panel এ ক্লিক করুন।

2.এখান থেকে Ease of Access Center এ ক্লিক করুন।
3.এখন একটু নিচে Use the computer easier to see এর উপর ক্লিক করুন।
4.এই রকম একটি প্যাজ আসবে, এখানে Use On Screen Keyboard এ একটি ঠিক মার্ক দেওয়া আছে। সেটা উটিয়ে দিন এবং একদম নিচে Apply এ ক্লিক করে Ok তে ক্লিক করে কেটে দিন।

5.এবার কাজ শেষ, আপনার কম্পিউটার Restart দিন। আশা করি সবাই উপকৃত হবেন। পোস্টটি কাজে আসলে শুধু একটা কমেন্ট আশা করি আপনার থেকে।
আর না বুঝলেও নিচে কমেন্ট এর মাধ্যমে অবশ্যয় জানাবেন। ধন্যবাদ
close

Post a Comment

0 Comments