হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য এমন একটি চমৎকার পোস্ট নিয়ে হাজির হয়েছি যেটা হল আমাদের প্রতি নিয়ত খেলতে ভাল লাগে। সেটা হল "GTA Vice City Games"
আসল কথা হচ্ছে এটি একটি PSP Platform এর একটি গেমস।
যার সাইজ মাত্র 68 MB এবং Extract করলে মূল ফাইল সাইজ একটু বেড়ে যাবে। তো বেশি কথা না বলে আমরা কাজের মাঝে আসি। এখানে আমাদের দুইটা সিস্টেম অনুসরণ করতে হবে। প্রথম হচ্ছে ডাওনলোড় এবং ইন্সটল।
এবার গেমটির কিছু ScreenShort দেখে নিন:
আসল কথা হচ্ছে এটি একটি PSP Platform এর একটি গেমস।
যার সাইজ মাত্র 68 MB এবং Extract করলে মূল ফাইল সাইজ একটু বেড়ে যাবে। তো বেশি কথা না বলে আমরা কাজের মাঝে আসি। এখানে আমাদের দুইটা সিস্টেম অনুসরণ করতে হবে। প্রথম হচ্ছে ডাওনলোড় এবং ইন্সটল।
1. ডাওনলোড় করার পালা
প্রথমে আমরা এখান থেকে গেমটি ডাওনলোড় করে নিই।
[ বিশেষ কথা: Grand Theft Auto - Vice City এটি মূলত একটি Open World টাইপের Games. এখানে আপনি পাবেন Action এবং Adventure এর মজা। গেমস টি Develop করেছে Rockstar North এবং প্রকাশনায় ছিল Rockstar Games.
২৯ শে অক্টোবর প্রকাশ পেয়েছিল Playstation 2 এর জন্য ১২ মে ২০০৩ প্রকাশ পেয়েছিল Microsoft Windows এর জন্য এবং ৩১ শে অক্টোবর ২০০৩ Xbox এর জন্য।
বর্তমানে খেলা যাবে Android, Windows ,Xbox এবং Playstation 2,3,4 Platform থেকে।
আপনি কি জানেন Gta Vice City Playstation 2 এর সর্বোচ্চ বিক্রিত গেমসের তালিকায় চতুর্থ যার আজ পর্যন্ত ৯.৬১ মিলিয়ন কপি বিক্রয় হয়েছে। ]
এবার গেমটির কিছু ScreenShort দেখে নিন:
অবশ্যয় মজা লাগল।
2. এবার ইনস্টল করার পালা
প্রথমে আপনার ডাউনলোড করা GTA Vice City.7zip ফাইলটিকে ZArchiver দিয়ে Extract করে ফেলুন। আর যাদের ZArchiver app টি নেই, তারা এখান থেকে ডাওনলোড় করে নিন।
Extract হতে কিছুক্ষন সময় নিবে অপেক্ষা করুন। Extract হয়ে গেলে একটি ISO ফাইল পাবেন উপরের চিত্রটির মত। এবার GTA Vice City টিতে প্রবেশ করুন এবং যে Folder এ Extract করেছেন সেখান থেকে ISO ফাইল টি দেখিয়ে দিন এবংং খেলা শুরু করে দিন।
আজকের মত বিদায় নিলাম। দেখা হবে আবার অন্য একটি পোষ্টে নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ সবাইকে এতক্ষন কষ্ট করে এই পোস্টটি দেখার জন্য, আশা করি সবার উপকারে আসবে। তবে কোন কিছু না বুঝলে Comment করতে ভুলবেন না। আর ভাল লাগলে শেয়ার করবেন। সেই সাথে পোস্টটি কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন।
0 Comments
আপনার কোন অভিয়োগ/মতামত থাকলে, নিচে কমেন্ট বক্সে লিখুন । ধন্যবাদ