আশাকরি সবাই ভালো আছেন। আজ দেখাবো কিভাবে আপনার ওয়েব সাইটের স্পিড টেস্ট করুন এবং সাইটের স্পিড আরো দ্রুত করুন। তো চলুন শুরু করা যাক।
একটি ওয়েব সাইটের জন্য স্পিড একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তার উপর নির্ভর করে গ্রাহক পাওয়া যায়। আপনার ওয়েব সাইটের স্পিড স্লো হলে আপনার ওয়েব সাইটের ভিজিটর খুব বেশি পাবেন না এবং ওয়েব সাইটটি র্যাংক করাতে অনেক কষ্ট হবে। তাই আমাদের আগে দেখে নিতে হবে আমাদের ওয়েব সাইটের স্পিড ঠিক আছে কিনা। এখানে আপনারা কোনো সফটওয়্যার ইন্সটল দেয়া ছাড়ায় অনলাইনের মাধ্যমে আপনাদের ওয়েব সাইটের স্পিড দেখতে পারবেন। সেখানে আপনাদের দেখাবে আপনাদের সাইটের স্পিড ঠিক আছে কিনা। নিচে ক্রমান্বয়ে কিছু স্পিড টেস্টের ওয়েব সাইট লিংক দেয়া হলো। যা সবগুলোই ফ্রি টুলস
আমার কাছে ওয়েবসাইটের স্পিড টেস্ট করা অনলইন টুলের মধ্য GTMetrix সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ এই টুলটি আপনাকে আপনার ওয়েবসাইটের স্পিড দেখানোর সাথে সাথে কি করলে আপনার ওয়েবসাইটের স্পিড আরো বৃদ্ধি পাবে সেটিও বলে দেই। এই টুলসের মধ্যে Waterfall নামে একটি অপশন আছে, যেখানে আপনার ওয়েবসাইটের কোথায় কোথায় লোড নিতে বেশি সময় লেগেছে সেটি দেখাবে। এর মাধ্যমে আপনি সেইসব যায়গায় একটু নজর দিয়ে আপনার ওয়েবসাইটের স্পিড আরেকটু বাড়াতে পারবেন।
আমার কাছে ভালো লাগার দিক দিয়ে দ্বিতীয় নাম্বারে আছে Google Page Google Page Speed Insights তার অন্যতম একটি কারণ হলো এটি গুগল এর একটি সেবা। তাই এখান থেকেউ সঠিক তথ্য পাওয়া সম্ভব। তবে GTMetrix এর চেয়ে ওয়েবসাইট অ্যানালাইজ কম থাকায় এটি আমি দ্বিতীয়তে রেখেছি। আপনারা চাইলে এই টুলসটিও ব্যবহার করতে পারেন।
এটিও অনেক ভালো ওয়েবসাইট স্পিড টেস্ট টুলস। এই টুলসের অন্যতম ভালো একটি দিক হলো আপনি বিভিন্ন মহাদেশ থেকে আপনার ওয়েবসাইটের স্পিড টেস্ট করতে পারবেন। যেমন: এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ইত্যাদি। এছাড়াও আপনি এই টুলসের মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন পেজের সাইজও দেখতে পারবেন। যেটি আমরা উপরে দেয়া টুলসগুলো থেকেও দেখতে পারবো।
আশা করি সবাইর কাছে ভাল লাগবে। এবং ভাল লাগলে শেয়ার করতে ভুলতে পারবেন না। ধন্যবাদ
একটি ওয়েব সাইটের জন্য স্পিড একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তার উপর নির্ভর করে গ্রাহক পাওয়া যায়। আপনার ওয়েব সাইটের স্পিড স্লো হলে আপনার ওয়েব সাইটের ভিজিটর খুব বেশি পাবেন না এবং ওয়েব সাইটটি র্যাংক করাতে অনেক কষ্ট হবে। তাই আমাদের আগে দেখে নিতে হবে আমাদের ওয়েব সাইটের স্পিড ঠিক আছে কিনা। এখানে আপনারা কোনো সফটওয়্যার ইন্সটল দেয়া ছাড়ায় অনলাইনের মাধ্যমে আপনাদের ওয়েব সাইটের স্পিড দেখতে পারবেন। সেখানে আপনাদের দেখাবে আপনাদের সাইটের স্পিড ঠিক আছে কিনা। নিচে ক্রমান্বয়ে কিছু স্পিড টেস্টের ওয়েব সাইট লিংক দেয়া হলো। যা সবগুলোই ফ্রি টুলস
আশা করি সবাইর কাছে ভাল লাগবে। এবং ভাল লাগলে শেয়ার করতে ভুলতে পারবেন না। ধন্যবাদ
0 Comments
আপনার কোন অভিয়োগ/মতামত থাকলে, নিচে কমেন্ট বক্সে লিখুন । ধন্যবাদ