ATM Card একদম ফ্রীতে, বাৎসরিক ফি দিতে হয় না (Only student)

আস্সালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। তো আজকের পর্বে  আপনাদের সামনে নিয়ে আসলাম কি ভাবে ফ্রীতে ATM Card নেওয়া যায়। তো আপনাকে অবশ্যই একটি স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খুলতে হবে।
“স্টুডেন্ট ব্যাংক একাউন্ট বলতে স্টুডেন্টদের জন্য বিশেষ সুবিধা সম্পুন্ন একাউন্ট। ”

এর জন্য আপনার কিছু ডুকুমেন্ট প্রয়োজন হবে,

১, শিক্ষা প্রতিষ্টানের প্রত্যয়ন পত্র।
২, একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৩, জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন কার্ড।
৪, পাসপোর্ট সাইজের ছবি।
৫, নমিনির জাতীয় পরিচয় পত্র ও ছবি।

(যাদের এখনো এনআইডি কার্ড হয় নি বা বয়স ১৮ বছরের নিচে তাদের একাউন্ট করার জন্য অবশ্যই পিতা কিংবা মাতা অথবা কোন আত্মীয় যাকে ভরসা করা যায় একাউন্ট পরিচালনার জন্য তাকে নিয়ে নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন। আপনার যখন এনআইডি কার্ড হবে তখন একাউন্ট আপনি পরিচালনার করতে পারবেন)

আপনাকে ফ্রীতে ATM Card প্রদান করা হবে। এই ATM Card এর জন্য বাৎসরিক কোন ফি দিতে হয় না। এখান থেকে ফ্রিলান্সিং এর টাকা তুলতে পারবেন।
এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সুবিধা রয়েছে, যার মাধ্যমে সরাসরি মোবাইল রিচার্জ করতে পারেন।
যে সব ব্যাংক Student Account খুলার সুবিধা দিচ্ছে,

প্রাইম ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
ucb ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট
ডাচ বাংলা ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট।
যমুনা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট


****ইসলামী ব্যাংক মাত্র ১০০টাকা দিয়েই ব্যাংক একাউন্ট একটিভ করে। এই ১০০টাকা আপনার একাউন্টে জমা হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন
****ডাচ বাংলা ব্যাংক মাত্র ৫০০টাকা দিয়ে একাউন্ট একটিভ করে, এ ৫০০টাকা আপনার একাউন্টে জমা থাকবে কিন্তু তুলতে পারবেন না। একাউন্ট ডিএকটিভ করলে ৫০০টাকা ফেরত পাবেন।
close

Post a Comment

0 Comments