১. মাউসে রাইটে ক্লিক করে new থেকে new folder তৈরি করতে হবে ।
২. ফোল্ডার তৈরি হলে properties এ গিয়ে custom এ ক্লিক করে change icon এ ক্লিক করতে হবে ।
৩. এরপর অনেকগুলো আইকন দেখা যাবে যেখান থেকে অদৃশ্য আইকনটি ক্লিক করে ok করে দিতে হবে ।
৪. এখন ফোল্ডারটির ওপর cursor রাখলে বোঝা যাবে সেখানে একটি ফোল্ডার রয়েছে ।
কিন্তু ফোল্ডারে নাম দেখে যাবে ।
এই নাম পরিবর্তনের করে অদৃশ্য করতে Rename করুন । এরপর new floder লেখাটি হাইলাইট করা অবস্থায় ALT +0160 চাপুন দেখবে নামহীন ফোল্ডার । তৈরি হয়ে যাবে অদৃশ্য একটি ফোল্ডার ।
আশা করি সবাই বুঝতে পারছেন ।
আর না বুঝলে কমেন্ট করুন ।
যদি এই পোস্টটি উপকারে আসে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ।
তো সবাইকে ধন্যবাদ । এতক্ষন করে কষ্ট করে পড়ার জন্য ।