হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আমার ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করার জন্য সবাইকে ধন্যবাদ।
আজকে এমন একটি প্রযুক্তির ব্যবহার নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তির নাম, ঠিকানা, মাতার নাম-বাবার নাম এবং তার ছবি সহ বের করতে পারবেন।
অনেক সময় প্রয়োজন পড়ে কোনো এক ব্যক্তি নাম, ঠিকানা, তার মা-বাবার নাম এবং তার ছবি ইত্যাদি পরিচয় জানা বা দেখার জন্য। তো, আজকে যে কৌশল নিয়ে এসেছি, সেই কৌশল এর মাধ্যমে কোনো ব্যক্তি পরিচয় জানা বা দেখার জন্য প্রয়োজন/দেখবেন তার জাতীয় পরিচয় পত্র এর নাম্বার (অর্থাৎ NID Number) আর জন্ম তারিখ।
এই দুইটি তথ্য হলে তার সকল পরিচয় যানা যাবে।
চলুন তাহলে শুরু করা যাক
প্রথমে এখানে ক্লিক করুন
এই রখম একটি পেজ চালু হবে। এখানে এই ফরমটি পূরণ করতে হবে।
প্রথমে বিভাগ সিলেষ্ট করুন, তারপর আপনার জেলা অনুযায়ী অফিস সিলেষ্ট করুন (বিদ্রঃ যে কোন একটি বাচাই করলে হবে), তার পর লাইসেন্সের ধরণ এ যে কোনো একটা সিলেষ্ট করে দিন, তার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিন এবং পরবর্তী ধাপ এ ক্লিক করুন।
এখন যে ব্যক্তি পরিচয় জানতে চান বা দেখতে চান তার জাতীয় পরিচয় পত্র এর নাম্বার (অর্থাৎ NID Number) আর জন্ম তারিখ বসে দিয়ে যাচাই এ ক্লিক করুন।
পোস্টটি ভাল লাগলে অবশ্যয় শেয়ার করবেন। আর না বুঝলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ
![Welcome To Digital Information [DITBD61]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDnWGLWkGiQLvc_CwKTibamb0owSIc-xOkf19thnwjk5nRJkURtQb_QTtCSmlGncEz2MXpTYGwEVMwd8DirNDrzCvU98hk5vGKTSYRWDALazDe6JNUMccCZH5NzLb_wwANyfkCi5dpX-mY/s1600/Dit61+copy.png)





0 Comments
আপনার কোন অভিয়োগ/মতামত থাকলে, নিচে কমেন্ট বক্সে লিখুন । ধন্যবাদ