আস্সালামু আলাইকুম।
বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার ও একটি মজার পোস্ট নিয়ে হাজির হয়েছি। তা হল:-
রবি সিমে একদম ফ্রিতে কোনো প্রকার এ্যাপ্স ছাড়া, একটি মাত্র কোড ডায়াল করে ৫০এমবি এবং ১০মিনিট নিয়ে নিতে পারবেন, যার মেয়াদ ৩দিন।
অফারটি রবির ১কোটি গ্রাহকরা পাবে।
অফারটি রবির অফিশিয়াল পেজে পোস্ট করেছেন।
জরুরি প্রয়োজনে সবসময় পাশে আছে রবি। তাই লক ডাউনের কারণে যারা রিচার্জ করতে পারেননি এ রকম এক কোটির ও বেশি গ্রাহকের জন্য রবি দিচ্ছে ১০ মিনিট ও ৫০ এমবি একদম ফ্রি! অফারটি নিতে পারবেন সর্বোচ্চ একবার। মেয়াদ ৩ দিন।
অফারটি সবাই একবারই নিতে পারবেন,অফারটি নিতে
ডায়াল করুন *212*2#
বিঃদ্রঃ অফারটি সবাই নাও পেতে পারেন। যেহেতু সীমিত
#robiminutehack, #robiinternethack
![Welcome To Digital Information [DITBD61]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDnWGLWkGiQLvc_CwKTibamb0owSIc-xOkf19thnwjk5nRJkURtQb_QTtCSmlGncEz2MXpTYGwEVMwd8DirNDrzCvU98hk5vGKTSYRWDALazDe6JNUMccCZH5NzLb_wwANyfkCi5dpX-mY/s1600/Dit61+copy.png)


0 Comments
আপনার কোন অভিয়োগ/মতামত থাকলে, নিচে কমেন্ট বক্সে লিখুন । ধন্যবাদ