আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বিকাশের পিন আপনি নিজেই রিসেট করবেন।
তো এটি করার জন্য প্রথমে আপনাকে ডায়াল করতে হবে *247#
তারপর একটু নিচে একটি অপশন দেখতে পারবেন। 9 নাম্বার অপশনটিতে লেখা আছে Reset Pin, এবার 9 লিখে রিপ্লাই দিন।
নিচে আপনার NID Number টা দিন।
এবার আপনার জন্ম সাল দিন।
এবার আপনি সর্বশেষ যে লেনদেন করেছেন তার ধরণ অনুযায়ী নাম্বার দিন। [যেমন: আমি সেন্ড মানি করেছি 1 দিয়েছি]
আর আপনি তিন মাসের মধ্যে কোন লেনদেন না করলে 7 নাম্বার অপশনটি দিন। [ 7 দিয়ে সেন্ড করুন]
আপনি সর্বশেষ লেনদেন এর সময় টাকার পরিমাণ কত ছিল। তা লিখে সেন্ড করুন।
কাজ শেষ। আপনার বিকাশ পিন রিসেট হয়ে গেছে। এখন আপনার মোবাইলে একটা মেসেজ এর মাধ্যমে রিসেট পিন পানাবে। এখন কি করবেন। তা জেনে নেওয়া যাগ।
*247# ডায়াল করে 1 রিপ্লাই দিন।
তারপর আপনাকে মেসেজের মাধ্যমে যে পিন নাম্বারটি দেওয়া হয়েছে, সেটি লিখে রিপ্লাই দিন।
এবার আপনার পছন্দ মত একটা বিকাশ পিন নাম্বার দিয়ে রিপ্লাই দিন।
আবার আপনার পছন্দমত পিন নাম্বারটি আবার দিয়ে রিপ্লাই দিন। এবার কাজ শেষ।
ধন্যবাদ সবাইকে। আর কেউ না বুঝে থাকলে কমেন্ট করবেন।
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন বিকাশ ওয়েব সাইটে Bkash Website
0 Comments
আপনার কোন অভিয়োগ/মতামত থাকলে, নিচে কমেন্ট বক্সে লিখুন । ধন্যবাদ