কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পত্র নিজেই ডাউনলোড় করবেন (With screenshot)

আস্সালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছি। তা হল কিভাবে আপনি নিজেই আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির প্রবেশ পত্র ডাউনলোড করবেন।  চলুন তাহলে শুরু করা যাগ।





প্রথমে আপনাকে  https://admission.cu.ac.bd ঠিকানায় ভিজিট করতে হবে। আবার নিচের লিঙ্কে ক্লিক করেও ভিজিট করতে পারবেন।
তারপর এরকম একটি পেজ আসবে। একটু নিচে গিয়ে Login বাটমে ক্লিক করুন
তারপর নিচের মত একটি পেজ আসবে। সেটা পূরণ করুন। তারপর Submit বাটমে ক্লিক করুন।     

[কিভাবে পূরণ করবেন :- বাম পাশে আপনার SSC বোর্ড সিলেক্ট করুন, তারপর Roll No এবং Passing Year সিলেক্ট করুন এবং ডানপামে আপনার HSC বোর্ড সিলেক্ট করুন, তারপর Roll No এবং Passing Year সিলেক্ট করুন ]
নিচের মত আর একটি পেজ আসবে। সেটাতে আপনি চাইলে যে কোন কিছু পরিবর্তন করতে চাইলে করতে পারবেন। আর বামপাশে Apply বাটমে ক্লিক দিয়ে আপনি UNIT অনুযায়ী Admit Card Download করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন।

close

Post a Comment

0 Comments