Your Freedom দিয়ে জিপি সিমে ফ্রি নেট চালাবার ট্রিক নিয়ে এসেছি। যার মাধ্যমে সর্বোচ্চ 50kbps স্পিড পাবেন। কিন্তু সবসময় দিন-রাত কান্নেক্ট হবে। আর ১৫-২০ মিনিট পরপর ডিসকান্নেক্ট হয়। তবে ডিসকান্নেক্ট হলেও কান্নেক্ট করতে তত সময় লাগে না।
এটা দিয়ে সুন্দরভাবে UC Mini দিয়ে আরামছে ব্রাউজিং করতে পারবেন। কিন্তু ডাউনলোড করে শান্তি পাবেন না। বলা যায় কচ্ছপ গতি। তবুও আমার কাছে DroidVPN ফ্রি নেটের তুলনায় এটা অনেক ভালো লাগছে ব্রাউজিংয়ের জন্য।
তাছাড়া এটার জন্য ফেসবুকে শতাধিক লোক অনুরোধ করছে। চলুন শুরু করা যাক:
প্লে স্টোর থেকে ২টি অ্যাপ ডাউনলোড করুন।
১. Your Freedom (ফ্রি নেটের জন্য)
২. HSPA+ Tweaker (স্পিড ভাল পাবার জন্য)
ডাউনলোডের কাজ শেষ!
এবার ফোনের Settings এ যান।
এটা দিয়ে সুন্দরভাবে UC Mini দিয়ে আরামছে ব্রাউজিং করতে পারবেন। কিন্তু ডাউনলোড করে শান্তি পাবেন না। বলা যায় কচ্ছপ গতি। তবুও আমার কাছে DroidVPN ফ্রি নেটের তুলনায় এটা অনেক ভালো লাগছে ব্রাউজিংয়ের জন্য।
তাছাড়া এটার জন্য ফেসবুকে শতাধিক লোক অনুরোধ করছে। চলুন শুরু করা যাক:
প্লে স্টোর থেকে ২টি অ্যাপ ডাউনলোড করুন।
১. Your Freedom (ফ্রি নেটের জন্য)
২. HSPA+ Tweaker (স্পিড ভাল পাবার জন্য)
ডাউনলোডের কাজ শেষ!
এবার ফোনের Settings এ যান।
More Networks এ যান।
Mobile Networks এ যান।
Access Point Names এ যান।
মোবাইলের মেনুতে ক্লিক করে New APN এ ক্লিক করুন।
ঠিক নিচের মতো সেটিংস করুন।
মোবাইলের মেনুতে ক্লিক করে APN Save করুন।
তৈরি করা নতুন APN টা সিলেক্ট করুন।
Your Freedom অ্যাপটা ওপেন করুন। তার পরের পেজে Ok এবং Use Wizard অপশন থেকে Ok চাপুন।
নিচে Configure এ ক্লিক করুন।
Connection এ ক্লিক করুন।
ঠিক নিচের মত সেটিংস করে নিন।
Your Freedom Server দিবেন ems33.your-freedom.de
আর Connection mode দিবেন DNS.
Your Freedom Server দিবেন ems33.your-freedom.de
আর Connection mode দিবেন DNS.
তারপর Back করে অ্যাপের হোম পেজে এসে Start Connection এ ক্লিক করুন।
তারপর মার্ক করে Ok চাপুন।
তারপর ৫ থেকে ১৫ সেকেন্ড সময় নিয়ে কান্নেক্ট হয়ে যাবে।
আর কান্নেক্ট না হলে বারবার ডাটা অন, অফ করে Start Connection, Stop Connection করতে থাকুন। কয়েকবার এমন করার পর ১০০% কান্নেক্ট হবে।
আর কান্নেক্ট না হলে বারবার ডাটা অন, অফ করে Start Connection, Stop Connection করতে থাকুন। কয়েকবার এমন করার পর ১০০% কান্নেক্ট হবে।
এবার HSPA+ অ্যাপটা ওপেন করুন।
এটা স্পিড ভালো পাবার জন্য।
কার্যকর কিনা? নিচে প্রমাণ:
UC Mini দিয়ে স্মুথলি ব্রাউজিং করতে পারবেন।
কার্যকর কিনা? নিচে প্রমাণ:
UC Mini দিয়ে স্মুথলি ব্রাউজিং করতে পারবেন।
কিন্তু ডাউনলোড করতে গেলে আপনার মনে হয় নেট স্পিড দেখে মোবাইল ভেঙ্গে ফেলতে মনে চাইবে। ডাউনলোড স্পিড অনেক কম।
এটা UC Mini দিয়ে ব্রাউজিংয়ের জন্য বেস্ট।
আর এর লিমিট আছে।
দিনে ৬০ মিনিট চালাতে পারবেন। কোন এমবি লিমিট নয়। একদিনে ৬০ মিনিট চালাতে পারবেন।
আর এর লিমিট আছে।
দিনে ৬০ মিনিট চালাতে পারবেন। কোন এমবি লিমিট নয়। একদিনে ৬০ মিনিট চালাতে পারবেন।