কিভাবে তারিখ হইতে তারিখ ডাটা বা রিপোর্ট বাহির করবেন এক্সেসে

আজকে আপনাদের দেখাব কিভাবে দুই তারিখের মধ্যে ডাটা ফিল্টারিং করা যায়। বা তারিখ হইতে তারিখ রিপোর্ট বাহির করবেন। যেমন: ধরুন আপনি জানুয়ারী মাসের ১ তারিখ হইতে ৩০ তারিখ পর্যন্ত ৩০ দিনের মধ্যে আপনি রিপোর্ট বাহির করতে চাইছেন। তাহলে সেই সিস্টেমটা কিভাবে করবেন। শুরু করা যাগ।

(১) প্রথমে নিচের চিত্রের মত করে একটি টেবিল ডিজাইন করুন। টেবিলের নাম দিন tblsalesdata

(২) এরপর টেবিলে কিছু ডাটা এন্ট্রি করুন।

(৩) এখন একটা ফরম ডিজাইন করুন, যেখানে দুইটা Textbox এবং একটা Command Button নিন। Textbox দুটোর নাম দিন যথাক্রমে txtStartDate এবং txtEndDate. Form টা frmFilter নামে সেভ করুন।

(4) এখন একটা Query design করুন (Quer এর নাম দিন qrySalesData) নিচের চিত্রের মত করে এবং SalesDate এর criteria তে এই লাইন add করুন। Between [Forms]![frmFilter]![txtStartDate] And [Forms]![frmFilter]![txtEndDate]
এই লাইনটাই ডাটা ফরম এর মধ্যে দেওয়া তারিখ অনুযায়ী ফিল্টার করবে। এখানে frmFilter এর যায়গায় আপনাদের ফরমের নাম ব্যবহার করবেন (যদি ফরম অন্য নামে সেভ করে থাকেন)।


(৫) এখন নিচের ছবির মত করে একটি report design করুন। Report এর Record Source হিসাবে Query (qrySalesData) ব্যবহার করুন।


(৬) frmFilter এ যে command button নিয়েছেন তার “On Click” event এ নিচের ছবির মত করে Macro design করুন। এরপর Form টা চালু করে টেক্সট বক্সে তারিখ বসিয়ে কমান্ড বাটনে ক্লিক করুন। আপনার দেয়া তারিখ অনুযায়ী ডাটা report এ দেখাবে।


যদি ভাল লেগে থাকে পোস্টটি অবশ্যয় শেয়ার করতে ভুলবেন না । ধন্যবাদ
close

Post a Comment

0 Comments