রবি :
প্রথমে এখান থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন ।
তারপর, ইনস্টল করে উপেন করুন ।
আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার ফোনে একটি Welcome মেসেজ আসবে ।
তখন *8444*88# ডায়াল করে দেখুন iBuddy Registration নামে কোনো এমবি প্যাক থাকে তাহলে আর কখনো এমবি শেষ হলে ব্যালেন্স থেকে টাকা কাটবেনা ।
বিঃদ্রঃ iBuddy দিয়ে এখনই Sign Up করে পেতে পারেন ৭০০ এমবি পর্যন্ত ডাটা বোনাস।
যার মেয়াদ হবে ২৪ ঘন্টা!
PPU সিস্টেম On করতে:
(ফ্রি নেট ইউজ করতে কাজে লাগবে),
*8444# ডায়াল করুন ।
রিপ্লাই দিন 2 দিয়ে ।
তারপর iBuddy এমবি প্যাকের নাম্বার (2 দিয়ে রিপ্লাই দেয়ার পর Pack Name এর আগে থাকবে) লিখে রিপ্লাই দেন
এবার অফ করতে 1 লিখে রিপ্লাই দেন ।
(পুনরায় Off করতে ও এই একই সিস্টেম)
জিপি:
PPU সিস্টেম Off করার জন্য:
Gp সিম থেকে ডায়াল করুনঃ *121*3045#
এরপর একটা মেসেজ আসবে।
তারপরে ডাটা দিয়ে ইন্টারনেট চালাতে থাকুন ।
দেখুন,ডাটা শেষ হলেও এক টাকাও কাটবে না ।
PPU সিস্টেম On করতে:
ডায়াল করুন *500*1#
এবার খেয়াল করে দেখুন,
আবার টাকা কাটবে ।
নতুন সিস্টেম:
প্রথমে *121*3*7*3# ডায়াল করে ইন্টারনেট বন্ধ করুন ।
তারপর *5000*55# ডায়াল করে EasyNet অন করুন ।
তাহলেই দেখবেন,
ডাটা চালু ও এমবি না থাকা অবস্থায় ও আপনার একাউন্ট থেকে আর কোনো টাকা কাটছেনা ।
এয়ারটেল:
দুঃখিত,এধরনের শিউর কোনো সিস্টেম নেই ।
তবে রবির মতই এয়ারটেলের ও একটি এপস আছে ।
TimeByte
এটি ডাউনলোড করুন ।
এবং রবির iBuddy এর মতই রেজিস্ট্রেশন করে নিন ।
এরপর দেখুন তো কি হয় !
কাজ হলে জানাবেন প্লিজ…..
বাংলালিংক:
এধরনের কোনো সিস্টেম নেই ।
কিন্তু ইন্টারনেট অফ করে রাখা যায় ।
টাকা/মেগাবাইট দিয়েও ইন্টারনেট ব্রাউজ করা যাবেনা ।
সিস্টেম একটিভ করতে:
STOP লিখে SMS করুন 3343 নাম্বারে ।
আবার নেট চালাতে:
যেকোনো একটি ডাটা প্যাক কিনুন ।
(*5000# থেকে কিনতে পারেন ।)
টেলিটক:
চালু করতে:
Reg লিখে সেন্ড করুন 111 নাম্বারে ।
বন্ধ করতে:
আমার কাছে বর্তমানে টেলিটক সিম নেই ।
তবে Stop/Reg/Cancel এগুলো লিখে 111 এ সেন্ড করে দেখতে পারেন ।
ভাল লাগলে পোস্টটি শেয়ার করুন । আর না বুঝলে কমেন্ট করুন ।
ধন্যবাদ
0 Comments
আপনার কোন অভিয়োগ/মতামত থাকলে, নিচে কমেন্ট বক্সে লিখুন । ধন্যবাদ